Search
Wednesday 20 June 2018
  • :
  • :

বাজেটে জনগণ খুশি : ওবায়দুল কাদের

বাজেটে জনগণ খুশি : ওবায়দুল কাদের

ঢাকা, ৮ জুন : ২০১৮-১৯ সালের প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের বাজেট করবিহীন ও জনবান্ধব একটি বাজেট। বাজেটে কর না বাড়ায় জনগণ উপকৃত হবে। এতে জনগণ খুশি হলেও বিএনপি অখুশি।

বৃহস্পতিবার সকালে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষ্যে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, পরিস্থিতির ওপর নির্ভর করবে সেনা মোতায়েন।

তিনি বলেন, সিইসি কী বলেছেন এটা আমাদের বোঝা উচিত। সিইসি বলেছেন যে, সেনাবাহিনী মোতায়েন হতে পারে।

আমরাও তো বলিনি সেনা বাহিনী মোতায়েন হবে না। যদি পরিস্থিতিতে প্রয়োজন হয়, সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা দেখা দেয় তখন ইলেকশন কমিশন সরকারকে অনুরোধ করবে এবং পরিস্থিতি যদি ডিমান্ড করে তাহলে কেবল সেনাবাহিনী মোতায়েন হতে পারে। কীভাবে মোতায়েন হবে, স্ট্রাইকিং ফোর্স হিসেবে না অন্য কোনোভাবে সেটা পরিস্থিতিই বলে দেবে।