কর্পোরেট ডেস্ক : বাংলালিংকের থ্রি জি নেটওয়ার্ক এখন ৫০০টিরও বেশি থানায় বিস্তৃত হয়েছে। দেশের সর্বত্র থ্রি জি সুবিধা বিস্তৃত করার লক্ষ্যে কাজ করছে বাংলালিংক। তারই অংশ হিসাবে ৫০০টিরও বেশি উপজেলায় থ্রি জি সুবিধার আওতায় আনা হয়েছে বলে বাংলালিংকের এক বিজ্ঞিপ্তিতে জানানো হয়েছে।
বাংলালিংকের সিসিও শিহাব আহমেদ বলেন, ‘আমরা আমাদের গ্রাহকদের উন্নত ও মানসম্মত সেবা দেওয়ার বিষয়ে বাংলালিংক গ্রাহকদের কাছে প্রতিশ্রুতবদ্ধ। এ লক্ষ্যেই বাংলালিংক কাজ করে যাচ্ছে।’