বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ভারতের জাতীয় দল!

0

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি তিনদিনের ম্যাচ খেলবে ভারতীয় ‘এ’ দল। ভারতীয় মিডিয়ার খবর, ভারতীয় ‘এ’ দলে খেলতে পারেন জাতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা। এই তালিকায় মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি ও সুরেশ রায়নার নাম রয়েছে।

ভারতের গণমাধ্যম ডেকান ক্রোনিকল এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের আগে জাতীয় দলের ক্রিকেটাররা নিজেদের প্রস্তুত করতে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে খেলতে পারেন। আগামী ২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামবে ভারত। টি-টোয়েন্টির পর পাঁচটি ওয়ানডে ও চারটি টেস্ট খেলবে দুই দল।
শ্রীলঙ্কা সফরের পর ভারতীয় ক্রিকেটাররা এখন বিশ্রামে আছেন। শ্রীলঙ্কায় শুধু টেস্ট খেলেছে ভারত। ওয়ানডের প্রস্তুতি নিতেই বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামবেন দলের সিনিয়র ক্রিকেটাররা।

বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ ১৬, ১৮ ও ২০ সেপ্টেম্বর। প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার আগে ‘এ’ দলের হয়ে খেলার জোরালো সম্ভাবনা আছে বিরাট কোহলির।

ভারতের ওয়ানডের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বাংলাদেশ সফরের পর ক্রিকেটের বাইরে। পরিবার নিয়ে বর্তামানে যুক্তরাষ্ট্রে আছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। আন্তর্জাতিক ম্যাচের আগে নিজেকে ঝালিয়ে নিতে তাকেও ‘এ’ দলে দেখা যেতে পারে। এ ছাড়া সুরেশ রায়না, আম্বাতি রাইডুও বাংলাদেশের ‘এ’ দলের বিপক্ষে খেলতে পারেন।

বিসিবি সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার থাকবেন বাংলাদেশ ‘এ’ দলে। রোববার ‘এ’ দলের তালিকা প্রকাশ করার কথা রয়েছে।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',