বাংলাদেশে বিচ্ছিন্নভাবে আইএসআইএল থাকতে পারে: মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী

0

ঢাকা, ১১ অক্টোবর : বাংলাদেশে ব্যক্তিগতভাবে বা বিচ্ছিন্নভাবে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল থাকতে পারে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। রবিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে এ কথা বলেন তিনি।

সকালে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনের পর এ মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, ব্যক্তিগতভাবে বা বিচ্ছিন্নভাবে জঙ্গি সংগঠন আইএসআইল  সদস্য এ দেশে থাকতে পারে। সংঘবদ্ধভাবে আইএসআইএল থাকতে পারে বলে সরকার মনে করছে না।

আ ক ম মোজাম্মেল হক বলেন, দুই বিদেশী হত্যাকাণ্ডের বিষয়ে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে। এর সঙ্গে জামায়াত-বিএনপি জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে সরকার।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইতালীয় এবং জাপানি নাগরিক হত্যার রহস্য এবং এর সঙ্গে জড়িতদের পরিচয় খুব শিগগিরই জানা যাবে। দুই বিদেশী হত্যার বিষয়টিকে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখছে।

মন্ত্রী বলেন, বিভিন্ন অপরাধে জড়িত বিদেশী নাগরিকদের ব্যাপারে সংশ্লিষ্ট দূতাবাসে জানানো হলেও কোনো ব্যবস্থা নেননি তারা।

গত ২৯ সেপ্টেম্বর রাজধানীর কূটনৈতিক জোন হিসেবে পরিচিত গুলশানে এক ইতালীয় নাগরিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এর ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ৩ অক্টোবর রংপুরে এক জাপানি নাগরিককে গুলি করে হত্যা করা হয়।

দুই বিদেশি হত্যার পর মার্কিন আমেরিকা, ব্রিটেন, জাপানসহ কয়েকটি দেশ তাদের নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করে। এই পরিপ্রেক্ষিতে গত ৬ অক্টোবর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। তিনি বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের পূর্ণ নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেন।

এই অবস্থার মধ্যেই গতকাল শুক্রবার ব্রিটেন আবারও বাংলাদেশে সফরকারী ও বসবাসকারী নাগরিকদের জন্য নতুন করে সতর্কবার্তা জারি করে। এতে বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের ওপর আরো হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

সম্প্রতি দুজন বিদেশিকে হত্যার ঘটনা উল্লেখ করে এতে বলা হয়, ‘ইসলামিক স্টেট অব ইরাক এন্ড লেভান্ট (আইএসআইএল) এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।

তবে সরকার বলে আসছে, দুই খুনের সঙ্গে আইএসআইএল’র সম্পৃক্ততার কোনো প্রমাণ মেলেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন, আইএস বা তেমন কোনো জঙ্গি সংগঠনের তৎপরতা বাংলাদেশে নেই।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',