বাংলাদেশি ৪১ হাজীর মৃত্যুর খবর নিশ্চিত

0

ঢাকা, ১ অক্টোবর : মিনায় পদদলিত হওয়ার ঘটনায় ৪১ জন বাংলাদেশীর মরদেহ পাওয়ার কথা নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এদের মধ্যে ১৮ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ১২ জনের শুধু নাম জানা গেছে এবং বাকি ১১ জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

উল্লেখ্য, সৌদি আরবের মিনায় গত বৃহস্পতিবার পদদলিত হয়ে ৭৬৯ হাজী নিহত ও ৯৩৪ জন আহত হয়েছেন। হজের আনুষ্ঠানিকতায় মিনায় শয়তানের স্তম্ভে পাথর ছুড়ে মারতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। তবে মিনায় হজের আনুষ্ঠানিকতার মধ্যে পদদলিত হয়ে এক হাজারের বেশি হাজী মারা গেছেন এমন অভিযোগে এখনও অটল বিশ্বের বিভিন্ন দেশ।

তবে সেদিনের দুর্ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে ব্যাখ্যা দিয়েছে দেশটি। সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যে প্রকাশ করা প্রায় এগারোশ জনের ছবির মধ্যে মসজিদে ক্রেন ভেঙে পড়া ও হজ চলাকালে বিভিন্ন কারণে মারা যাওয়া ব্যক্তিদের ছবিও রয়েছে। তবে এ নিয়ে সৌদি আরবের ওপর বিভিন্ন দেশের চাপ অব্যাহত রয়েছে।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',