বরিশাল : বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশগ্রহণকারীদের নিয়ে ফেরার পথে বাসচাপায় ব্যবসায়ী কবির মল্লিক (৪৫) নিহত হয়েছেন। নগরীর বান্দ রোডের চানমারী এলাকায় বুধবার দুপুর পৌনে ১টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কবির মল্লিক সদর উপজেলার চরবাড়িয়া গ্রামের কাদের মল্লিকের ছেলে।
শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. দাস রণবীর রোগীর সঙ্গে আসা লোকজনের বরাত দিয়ে জানান, একটি বাসযোগে (ভোলা-জ-১১০০০৪) যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নেওয়া লোকজন ফিরছিলেন। রিকশাযোগে ওয়ার্কশপ মালিক কবির মল্লিক সদর রোডের উদ্দেশে রওনা হলে চানমারী এলাকায় তাকে চাপা দেয় বাসটি। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে আনার আগেই কবির মল্লিকের মৃত্যু হয়।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. শাখায়াত হোসেন জানান, এক ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়ে তারা পুলিশভ্যান পাঠিয়েছেন। তারা আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবেন।