বগুড়া : বগুড়ার মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে বদিউজ্জামান (৫৫) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২৪ জন আহত হয়েছে। নিহত বদিউজ্জামান গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার শ্যামপুর গ্রামের কেরাত আলী ছেলে। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির টিএসআই শাহ আলম জানান, ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে গাইবান্ধাগামী রূপা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাটিডালী বন্দরে উল্টে গেলে বাসের ২৫ জন যাত্রী আহত হয়। আহতদের মধ্যে ২১ জনকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং চারজনকে রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়।
শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে বদিউজ্জামান মারা যায়। হতাহতদের সবাই গাইবান্ধার বাসিন্দা বলে জানা গেছে।