Search
Monday 10 August 2020
  • :
  • :

বগুড়ায় ভ্যানচাপায় ৩ দিনমজুর নিহত

বগুড়ায় ভ্যানচাপায় ৩ দিনমজুর নিহত

বগুড়া, ২৫ জুলাই : বগুড়া সদর উপজেলায় পিকআপ ভ্যানচাপায় তিনজন দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মাটিডালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার তেলিহারা এলাকার মৃত আবু তাহেরের ছেলে আবু জাফর (৪৫), খামারকান্দি এলাকার কিরাম মণ্ডলের ছেলে রশিদুল ইসলাম (৫০) ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার খামার পানগাছি গ্রামের মৃত জালাদু শেখের ছেলে আজগর আলী (৪৫)। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, মাটিডালী এলাকায় উপজেলার পরিষদের পাশে প্রতিদিন দিনমজুররা কাজের সন্ধান পেতে জমায়েত হন। বিভিন্ন এলাকা থেকে কাজের সন্ধানে লোকজন সেখানে আসেন। সকালে শহর থেকে মাটিডালীর দিকে একটি পিকআপ দ্রুত গতিতে যাওয়ার সময় কয়েকজন দিনমজুরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ছয়জন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ওই তিনজনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, এ ঘটনায় পিকআপ ভ্যান ও চালককে আটক করা সম্ভব হয়নি।