স্পোর্টস ডেস্ক : সেকি খবর! এরই মধ্যে সাফ গেমসের প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ। কিন্তু আয়োজক ভারত হঠাৎ জানিয়ে দিল এ বছরের শেষ দিকে নয়, সাফ গেমসের আসর বসবে ২০১৬ সালের
ফেব্রুয়ারিতে! মানে আরেকবার পরিবর্তন করা হলো সাফের সময়সূচী। পরিবর্তিত সূচী অনুযায়ী ২০১৬-তে দ্বাদশতম সাফ গেমসের আসর বসবে আসাম-মেঘালয়ে, ৬-১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ।
মোট ২৩টি ইভেন্টের মধ্যে ১৭টি গুয়াহাটিতে এবং ৬টি অনুষ্ঠিত হবে শিলংয়ে। আটটি দেশের প্রায় ৪০০০ জন প্রতিযোগী অংশ নেবেন এই টুর্নামেন্টে। রবিবার গুয়াহাটিতে একথা জানান ভারতের অলিম্পিক
সংস্থার প্রধান সচিব রাজীব মেহতা।
তিনি বললেন, আসন্ন সাফ গেমসে বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা থেকে প্রতিযোগীরা অংশ নেবে। তবে পাকিস্তানের অংশ নেওয়ার ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে
আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। মুখ্যমন্ত্রী তরুণ গগৈ অবশ্য আশ্বাস দিয়েছেন যে, পাকিস্তান সাফ গেমসে অংশ নেবে। তাদেরকে সবরকম নিরাপত্তা দেবে আসাম।