বিনোদন ডেস্ক: ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর শুটিং বাতিল করে দিলেন রণবীর কপূর! কর্ণ জোহরকে মুখের উপর ‘না’ বলে দিয়ে ফিরে এলেন ‘হ্যাঁ’ বলতে! দীপিকা পাড়ুকোনের কাছে!
তা বলে এটা ভেবে নেওয়া অন্যায় হবে যে, দীপিকা পাড়ুকোনের সঙ্গে ফের প্রেমের সম্পর্কে বাঁধা পড়েছেন রণবীর! তাঁর মা নীতু সিংহ কপূর ইদানীং যতই বলুন না কেন ক্যাটরিনার চেয়ে দীপিকাকেই তাঁর বেশি পছন্দ, রণবীর কিন্তু সে দিকে এগোচ্ছেন না! তিনি ফিরে এসেছেন তাঁর বদনাম ঘোচাতে! রসিকতা করে হলেও যে বদনাম তাঁকে একদা দিয়েছিলেন দীপিকা, সেটাকে ভুল প্রমাণিত করতে!
রণবীরকে কী এমন কথা বলেছিলেন দীপিকা? ‘তামাশা’ ছবির প্রচারের সময়ে বলেছিলেন, রণবীর একদমই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নন, কাজেই ছবির প্রচারেও তিনি কিছুটা দায়সাড়া!
এ বার আর সে কথা বলার উপায় রাখেননি রণবীর। কর্ণের ছবির শুটিং বাতিল করে, ছুটি নিয়ে ফিরেছেন মুম্বইতে। এবং এসেই সোজা গিয়েছেন দীপিকা পাড়ুকোনের কাছে। কথা আছে, তার পর দু’ জনে মিলে পরিচালক ইমতিয়াজকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়বেন ছবির প্রচারে!