স্পোর্টস ডেস্ক, ২১ সেপ্টেম্বর : তিতাস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠানরত ১২তম মালয়েশিয়া দাবা ফেস্টিভালের ৬ষ্ঠ সুয়েনসেন এইজ গ্রুপ র্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব-১২ বছর গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণ পদক পেয়েছেন।
র্যাপিড দাবার এ ইভেন্ট গতকাল অনুষ্ঠিত হয়। অনূর্ধ্ব-১২ গ্রুপে ফাহাদসহ ৪ জন খেলোয়াড় ৬ খেলায় ৫.৫ পয়েন্ট অর্জন করলে টাইব্রেকিং পদ্ধতির বুশলজ স্কোরে ফাহাদ শিরোপা জয় করে স্বর্ণ পদক পান। অনূর্ধ্ব-১২ বছর গ্রুপে ৬টি দেশের ১২৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।