স্পোর্টস ডেস্ক, ১০ সেপ্টেম্বর : একক থেকে শুরুতে বিদায় নিলেও দ্বৈতে জয়রথ চলছেই সানিয়া মির্জার। মার্টিনা হিঙ্গিসকে সঙ্গে নিয়ে ইউএস ওপেনের ফাইনালে পৌঁছে গেছেন তিনি।
সেমিফাইনালে সারা এরানি এবং ফ্ল্যাভিয়া পনেত্তোর ইতালীয় জুটিকে কার্যত উড়িয়েই দিলেন সানিয়ারা। ফল ৬-৪, ৬-১। সময় লাগলো ৭৭ মিনিট।
দ্বৈতের ফাইনালে পৌঁছার ঘন্টাখানেক পর নামেন মিক্সড ডাবলসে। সঙ্গী লিয়েন্ডার পেজ। এখানেও ফাইনালের টিকেট কাটলেন সানিয়ারা। ম্যাচের ফল ৬-২, ৭-৫। তাহলে কি দু-দুটো গ্র্যান্ডস্লাম ট্রফি নিয়ে দেশে ফিরবেন কদিন আগে রাজিব খেলরতœ জেতা সানিয়া মির্জা?