প্রধানমন্ত্রীর বক্তব্য অনভিপ্রেত ও দুঃখজনক: বিএনপি

0

ঢাকা, ৪ অক্টোবর : বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেছেন, বাংলাদেশে দুই বিদেশি নাগরিক হত্যার সঙ্গে বিএনপি-জামায়াতের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যকে অনভিপ্রেত ও দুঃখজনক।

আজ রবিবার দুপুরে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির মুখপাত্র এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে রংপুরে জাপানি নাগরিক হত্যার পর বিএনপির দুই নেতাকে সাদা পোশাকে র‍্যাবের ধরে নিয়ে যাওয়াকে দেশের জন্য আশঙ্কার বলেও মন্তব্য করেন তিনি।

রবিবার বেলা সাড়ে ১১টায় গণভবনে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সাধারণ অধিবেশনে যোগদান শেষে বাংলাদেশের অর্জন ও অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন। এতে এক প্রশ্নের জবাবে দুই বিদেশি নাগরিক হত্যা সম্পর্কে প্রধানমন্ত্রী বিএনপির এক নেতার বক্তব্যের কথা তুলে ধরে এই হত্যার সঙ্গে বিএনপি-জামায়াতের হাত থাকতে পারে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',