ঢাকা, ২ অক্টোবর : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক পাওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
তিনি বলেছেন, জাতিসংঘ থেকে চ্যাম্পিয়ান অব দ্য আর্থ নামে যে পুরস্কার দেয়া হয়েছে তা পাওয়ার যোগ্যতা কি আপনার আছে?
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বাংলাদেশ মানবাধিকার পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে। উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার এক আলোচনা সভায় খন্দকার মাহবুব হোসেন বলেন, জাতিসংঘসহ বিভিন্নস্থান থেকে প্রধানমন্ত্রী যে পদক পেয়েছেন তা বাণিজ্য করে পেয়েছেন।
শেখ হাসিনাকে অনির্বাচিত প্রধানমন্ত্রী উল্ল্যেখ করে মাহবুব হোসেন বলেন, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে পদকটি আপনি পেয়েছেন তার যোগ্যতা আপনার আছে। আমার মনে হয় নেই।
আওয়ামী লীগ সরকারকে সন্ত্রাসী সরকার আখ্যা দিয়ে তিনি আরো বলেন, তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জনগণ আজ আতঙ্কগ্রস্ত। জনগণকে তাদের হাত থেকে রক্ষা করতে হবে।
আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এসময় আরো বক্তব্য দেন বিএনপির যুব বিষয়ক সমপাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সংগঠনের মহাসচিব অধ্যাপক আ স ম মোস্তাফা কামাল প্রমুখ।