স্পোর্টস ডেস্ক, ৩০ সেপ্টেম্বর : ১২৫ রানের লক্ষে ব্যাট করতে নামা সালমাদের শুরুটা ভাল হলেও শেষটা তেমন ভালো করতে পারেননি। যার ফলস্বরূপ ২৯ রানের হার দিয়ে পাকিস্তান সফর শুরু করেছে বাংলাদেশ নারী জাতীয় দল। খেলা শেষে বাংলাদেশ নারী দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৫ রান তুলতে সমর্থ হয়।
বুধবার করাচির সাউথইন্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তান দল তোলে ১২৪ রান। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান তোলেন বিস্মাহ মারুফ ৫৭ বলে ৬৫ এবং জেভারিয়া খান ৪৩ বলে ৪৪ রান। জেভারিয়া খান ও নিদা দারের উইকেট নিয়েছেন নাদিয়া আক্তার।
জবাবে শুরুতে শারমিন আক্তারের উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে বেশ ভাল লড়ে বাংলাদেশ নারী দলের দুই ব্যাটসম্যান আয়েশা রহমান (২৩ রান) ও ফারজানা হক (২৩ রান)। পরে রুমানা আহমেদ (২২ রান) কিছুটা মারমুখী ভঙ্গিতে খেললেও শেষ পর্যন্ত ৯৫ রান তুলে ওভার শেষ করে ফেলে সালমারা। পাকিস্তান নারী দনের পক্ষে সর্বোচ্চ দুই উইকেট নেন আনাম আমিন।