টাঙ্গাইল, ২১ সেপ্টেম্বর : টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন মৃত্যুর ঘটনায় টাঙ্গাইল থেকে দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। রবিবার রাতে তাদের প্রত্যাহার করে নেওয়া হয়।
সোমবার সকালে টাঙ্গাইলের ভারপ্রাপ্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এরা হলেন, কালিহাতী থানার ওসি মো. শহিদুল ইসলাম ও ঘাটাইল থানার ওসি মোখলেছুর রহমানকে টাঙ্গাইল পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
এর আগে শনিবার রাতে ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মনসুব আলী, কনস্টেবল হারুন-অর-রশিদ, লিয়াকত আলী, কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার, সেলিম উদ্দিন, কনস্টেবল জিয়াউল হক ও আমিনুল ইসলামকে টাঙ্গাইল পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।
প্রসঙ্গত, কালিহাতীতে মা ও ছেলেকে নির্যাতনের প্রতিবাদে গত শুক্রবার বিকালে এলাকাবাসীর বিক্ষোভ মিছিলে পুলিশ গুলি চালায়। এ সময় চার গ্রামবাসী নিহত হন।