স্পোর্টস ডেস্ক, ২০ সেপ্টেম্বর : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম আসর কাতারের রাজধানী দোহা থেকে সংযুক্ত আরব আমিরাতে ফিরিয়ে আনার চিন্তা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।২০১৬ সালের ফেব্রুয়ারিতে টুর্নামেন্টটির প্রথম আসর বসার কথা রয়েছে।
পিসিবি’র একটি সূত্র উদ্ধৃত করে, স্পোর্টস ৩৬০ অনলাইনে জানানো হয়েছে-পিএসএল’কে সংযুক্ত আরব আমিরাতে ফিরিয়ে আনার ‘যথেষ্ট সম্ভাবনা’ রয়েছে। আগামী সপ্তাহেই বোর্ড এসংক্রান্ত একটি ঘোষণা দিতে পারে।
এর আগে পিসিবি পাঁচ দল নিয়ে টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতেই আয়োজন করতে চেয়েছিল। কিন্তু মাস্টার্স ক্রিকেট লিগের (এমসিএল) কারণে আবুধাবি, দুবাই এবং শারজাহর মাঠ না পাওয়ায় বিকল্প হিসেবে কাতারকে বেছে নেয় পিসিবি।
তবে এখন এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) পিসিবি এবং এমসিএল একটি চুক্তিতে পৌঁছেছে। যার ফলে পাকিস্তান ২০১৬ সালের ৪ থেকে ২০ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টটি আয়োজন করতে পারবে।
আগামী ২০ সেপ্টেম্বর লাহোরে এক অনুষ্ঠানের মাধ্যমে পিএসএলের লোগো উন্মোচন করা হবে। অনেক বিদেশি খেলোয়াড় ইতিমধ্যেই এ টুর্নামেন্টে খেলার আগ্রহ প্রকাশ করেছেন।
সাবেক দুই অধিনায়ক ওয়াসিম আকরাম ও রমিজ রাজাকে পিসিএল’র দূত নিয়োগ করা হয়েছে।