Search
Tuesday 9 August 2022
  • :
  • :

পাক-আফগান সিরিজ স্থগিত

পাক-আফগান সিরিজ স্থগিত

স্পোর্টস ডেস্ক, ২৪ আগস্ট : অবশেষে স্থগিত করা হলো পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজ। সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ ঘোষণা দেয়। সিরিজ আয়োজনে নানামুখী বাধার কারণে টুইটারে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে পিসিবি।

পিসিবি জানায়, ‘আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) অনুরোধে পিসিবি আগামী মাসে অনুষ্ঠিতব্য ওয়ানডে সিরিজটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। আফগান ক্রিকেটারদের মাসনিক অবস্থা, কাবুলে বিমান চলাচলে বিঘ্ন, সম্প্রচারের অভাব এবং শ্রীলঙ্কায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

আগামী বছর দুই বোর্ড মিলে সিরিজটি পূর্ণনির্ধারণের চেষ্টা করবে বলেও জানিয়েছে পিসিবি।

সূত্র : জিও টিভি