Search
Wednesday 18 May 2022
  • :
  • :

পর্দার সানি বাস্তবে একদমই ভিন্ন এক মানুষ

পর্দার সানি বাস্তবে একদমই ভিন্ন এক মানুষ

বিনোদন ডেস্ক : ইন্দো-কানাডীয় অভিনেত্রী সানি লিওনিকে আবেদনময়ী এক নারীর রূপে দেখতেই অভ্যস্ত দর্শকরা। সম্প্রতি সাবেক এই পর্ন তারকা জানালেন, বাস্তবে তিনি একদমই ভিন্ন এক মানুষ।

‘এক পাহেলি লিলা’ সিনেমায় দুটি ভিন্ন সময় ও সামাজিক অবস্থানের দুই নারীর চরিত্রে অভিনয় করেছিলেন সানি। আবার নতুন সিনেমা ‘মাস্তিজাদে’তে তাকে দেখা যাবে জমজ বোন লিলি ও লায়লার চরিত্রে।

সানি জানান, দুই বোনের মধ্যে লায়লা হলেন আবেদনময়ী এক উচ্ছ্বল তরুণী আর লিলি পড়ুয়া গোছের এক অন্তর্মূখী মেয়ে।

“প্রথমবারের মতো আমি জমজ বোনের চরিত্রে অভিনয় করছি। যদিও ভারতবাসী আমাকে লায়লার মতো আবেদনময়ী নারীর রূপে দেখে, তবে বাস্তব জীবনে আমি অনেকটাই লিলির মতো। এজন্যই হয়তো পড়ুয়া লিলির চরিত্রে অভিনয় করতে আমার বেশি ভালো লেগেছে।”

সেক্স-কমেডি ‘মাস্তিজাদে’তে সানির সঙ্গে দেখা যাবে তুষার কাপুর ও ভির দাসকে। এটি নির্মাণ করেছেন মিলাপ জাভেরি। মাত্রাতিরিক্ত অশালীনতার অভিযোগ এনে ‘মাস্তিজাদে’ সিনেমাটি দীর্ঘদিন আটকে রেখেছিল ভারতের সেন্সর বোর্ড। অবশেষে মাস কয়েক আগে ছাড়পত্র পায় সিনেমাটি।

‘মাস্তিজাদে’ মুক্তি পাবে ৪ ডিসেম্বর।
Leave a Reply

Your email address will not be published.