Search
Wednesday 18 September 2019
  • :
  • :

পবিত্র শবে বরাত ২১ এপ্রিলই

পবিত্র শবে বরাত ২১ এপ্রিলই

ঢাকা, ১৬ এপ্রিল : পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ২১ এপ্রিলই সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে। মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে নিজ দফতরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ। শাবান মাসের চাঁদ দেখার বিষয়ে বিশিষ্ট ওলামায়ে কেরামদের সমন্বয়ে গঠিত ১১ সদস্যবিশিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতে এ ঘোষণা দেন তিনি।

এর আগে গত ৬ এপ্রিল বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় জানানো হয়, ৮ এপ্রিল সোমবার থেকে গণনা শুরু হবে শাবান মাস।

এ হিসাবে ১৪ শাবান দিবাগত রাত, অর্থাৎ ২১ এপ্রিল পালিত হবে লাইলাতুল বরাত বা ভাগ্যরজনী। এরপর বাংলাদেশের আকাশে ওইদিন চাঁদ দেখা গেছে এমন দাবি উঠলে ১৩ এপ্রিল চাঁদ দেখা কমিটি আবারও বৈঠকে বসে। তখন যাচাই বাছাই শেষে আলেমদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতের আগের ঘোষণাই বলবৎ রাখা সিদ্ধান্ত হয়।

শবে বরাত উপলক্ষে আগামী ২২ এপ্রিল সোমবার সরকারি ছুটি।