প্রযুক্তি ডেস্ক : সকল বাধা জয় করে স্টার্টআপের পথ সুগম করতে শুরু হয়েছে ‘স্টার্টআপ বাংলাদেশ’। গতকাল সোমবার রাজধানীর আমেরিকা সেন্টারে উদ্বোধন হলো এই আয়োজনটির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্রের উদ্যোক্তা ক্যাটালিস্ট রিজনাল পলিসি অফিসার গ্যারি হোয়াইটহল, আনা ওয়াই আয়ালা, জর্জ মেস্থস, ক্যালভিন হেইস, ইএমকে সেন্টারের পরিচালক এম কে আরেফ, বেটার স্টোরিজ লিমিটেডের চিফ স্টোরি টেলার মিনহাজ আনোয়ারসহ মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও আয়োজনটিতে অংশগ্রহণকারী প্রতিযোগিরা।
এছাড়া সিডস্টারস ওয়ার্ল্ডের এশিয়ার আঞ্চলিক ম্যানেজার ক্যাটারিনা এবং কারিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস অফিসার জর্জ মেস্থস বলেন, উদ্যোক্তারা হলো বাংলাদেশের সমৃদ্ধির জন্য একটি ইঞ্জিনের মত এবং এটি সুষ্ঠু ব্যবস্থাপনার চাবিকাঠি। এই আয়োজনটি যৌথভাবে আয়োজন করছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও বেটার স্টোরিজ লিমিটেড। ইভেন্ট পার্টনার হিসেবে, ইএমকে সেন্টার, ফিউচার স্টার্টআপ, ফাউন্ডার বাংলাদেশ এবং সেভেন সেইজেস। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে প্রযুক্তি বিষয় সংবাদ মাধ্যম হাইফাই পাবলিক ডটকম।