Search
Monday 10 December 2018
  • :
  • :

নেতানিয়াহুর কুকীর্তি ফাঁস করল মাতাল ছেলে

নেতানিয়াহুর কুকীর্তি ফাঁস করল মাতাল ছেলে

আন্তর্জাতিক ডেস্ক, ১০ জানুয়ারি : মাতাল অবস্থায় বাবার কুকীর্তির কথা ফাঁস করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহু। একটি ক্লাব থেকে মদ্যপ অবস্থায় বের হয়ে তিনি এক বন্ধুকে বলেন, সুবিধার বিনিময়ে এক ব্যবসায়ীর জন্য বিতর্কিত একটি গ্যাস বিল পাস করিয়েছিলেন নেতানিয়াহু।

দুই বন্ধুর ২০১৫ সালের আলাপচারিতার অডিও রেকর্ডটি গত সোমবার ফাঁস করে দিয়েছে ইসরায়েলি রেডিও ‘চ্যানেল ২ নিউজ’। এদিকে গতকাল বিবিসি এক প্রতিবেদনে জানায়, ইয়ার নেতানিয়াহু এর জন্য দুঃখ প্রকাশ করেন এবং বলেন সেটি ছিল অ্যালকোহলের বাজে প্রভাব।

অডিও টেপটিতে শোনা যায়, স্ট্রিপ ক্লাব থেকে মদ্যপ অবস্থায় বের হয়ে নেতানিয়াহুর ছেলে তার বন্ধুকে বলেন, তোমার বাবার সুবিধা হয় এমন এক বিতর্কিত বিল আমার বাবা সংসদে পাস করে দিয়েছেন। নেতানিয়াহুর ছেলের বন্ধুর বাবা কোবি মায়মুন ‘গ্যাস টাইকুন’ নামে পরিচিত।