নীলফামারী : দিনমজুর বিশাদু মাহমুদ (৪৫) হত্যা মামলার রায়ে তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাস করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ওই মামলার অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
বুধবার দুপুরে নীলফামারী অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহবুবুল আলম ওই রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন-নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার রনচন্ডি ইউনিয়নের রনচন্ডিবাজার গ্রামের ইদ্রিস আলীর ছেলে রশিদুল ইসলাম চৌধুরী (৩০), মৃত দবির উদ্দিনের ছেলে সফি চৌধুরী (৫০) ও মাহবুল হোসেনের ছেলে সাজু চৌধুরী (২২)।
খালাসপ্রাপ্ত দুইজন হলেন দবির উদ্দিনের ছেলে ইদ্রিস আলী চৌধুরী ও রোকনুজ্জামান চৌধুরী।
মামলার বিবরণে জানা যায়, একই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে দিনমজুর বিশাদু মাহমুদ একই গ্রামের সহির উদ্দিন চৌধুরীর কাছ থেকে ২২ শতক জমি বন্ধকি নিয়ে চাষাবাদ করতেন। কিন্তু বন্ধকি ওই জমি দাবি করেন আসামিরা। এ নিয়ে তারা ২০০৮ সালের ১৪ মার্চ সকালে বিশাদুর বন্ধকি নেওয়া জমির ফসল বিনষ্ট করে দখল করতে যান। এতে বিশাদু বাধা দিতে গেলে আসামিরা তাকে পিটিয়ে হত্যা করেন।
এ ঘটনায় ওই দিনই হত্যার শিকার বিশাদুর স্ত্রী হালিমা বেগম ৫ জনকে আসামি করে কিশোরীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত ওই রায় প্রদান করেন।