নিষিদ্ধ হতে যাচ্ছেন মৌসুমী হামিদ

0

বিনোদন ডেস্ক, ২ অক্টোবর : লাক্স সুন্দরী কাম চিত্রনায়িকা মৌসুমী হামিদকে চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি নিষিদ্ধের দাবি জানাতে যাচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে পরিচালক সমিতি এবং প্রযোজক সমিতিতে মৌসুমীকে বয়কট করার আবেদন জানিয়ে অফিসিয়ালি চিঠি দেবে নৃত্য পরিচালক সমিতি। ঈদের আগে বেসরকারী একটি টেলিভিশনে সাক্ষাতকারে মৌসুমী হামিদ বাংলাদেশের নৃত্য পরিচালকদেরকে নিয়ে কিছু আপমানজনক মন্তব্য করেছেন। এজন্যই তারা এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কোরিওগ্রাফার জানান, ‘মৌসুমী হামিদ ওপার বাংলার নৃত্য পরিচালকদের দালালি করছেন। নেশার ঘোরে থেকে তিনি নিজের বাবাদেরকেই ছোট করছেন।’

নৃত্য পরিচালক সমিতির সেক্রেটারী এমদাদুল হক খোকন বলেন, ‘মৌসুমী যে সাক্ষাতকারটি দিয়েছেন সেটার ফুটেজ আমাদের কাছে এসে পৌঁছায়নি। তাই অফিসিয়ালি কোনো সিদ্ধান্ত নিতে পারিনি এখনো। কোরিওগ্রাফার ইরানকে দায়িত্ব দেওয়া হয়েছে মৌসুমীর ওই সাক্ষাতকারের ফুটেজ আনার জন্য। আশা করছি দু’একদিনের মধ্যেই ফুটেজটি আমারদের হাতে এসে পৌঁছাবে। সেখানে মৌসুমী যদি এমন কোনো মন্তব্য করে থাকেন তাহলে তার বিরুদ্ধে আমরা কঠোর সিদ্ধান্ত নেব।’

মৌসুমী হামিদ সম্প্রতি সাফি উদ্দিন সাফির ‘ব্ল্যাকমানি’ ছবির মাধ্যমে প্রথমবারের মতো বানিজ্যিক ছবিতে দর্শকদের সামনে হাজির হয়েছেন। ছবিটিতে মৌসুমীর সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন সাইমন সাদিক।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',