নিষিদ্ধই থাকছেন নেইমার

0

স্পোর্টস ডেস্ক, ৩ অক্টোবর : রাশিয়ান বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও ভেনিজুয়েলার বিপক্ষে নেইমারকে ছাড়াই নামতে হবে ব্রাজিলকে। কোর্ট অব অরবিট্রেশন ফর স্পোর্টসের (সিএএস) কাছে দুই ম্যাচের নিষেধাজ্ঞা কমানোর জন্য আপিল করে ব্রাজিল ফুটবল ফেডারেশন। গতকাল তা প্রত্যাখ্যান করে সিএএস।

এক বিবৃতিতে কোর্ট অব অরবিট্রেশন ফর স্পোর্টস জানায়, ‘ফিফা এবং দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশনের বিপক্ষে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন যে আর্জেন্ট আপিল করেছে, তা প্রত্যাখ্যান করা হয়েছে।’

এ বছর চিলিতে অনুষ্ঠিত কোপা আমেরিকার গ্রপ পর্বে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেছিলেন নেইমার। রেফারির শেষ বাঁশি বাজার পর মেজাজ হারিয়ে বলে জোরে কিক মারেন ব্রাজিল অধিনায়ক। তা আঘাত হানে কলম্বিয়ার এক ডিফেন্ডারের গায়ে। এরপর নেইমারকে এসে ধাক্কা দেন কলম্বিয়ার বাক্কা। রেফারি দু’জনকেই লাল কার্ড দেখান। আর দক্ষিণ এশিয়ান ফুটবল সংস্থা নেইমারকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করে।

যে কারণে কোপা আমেরিকায় পরের দুটি ম্যাচে খেলতে পারেননি বার্সেলোনার এ তারকা। কিন্তু ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের যুক্তি ছিল, যে টুর্নামেন্টে নিষিদ্ধ হয়েছেন সেই কোপা আমেরিকার ম্যাচেই নিষিদ্ধ হবেন নেইমার। যে কারণে রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে পারবেন তিনি। সে কারণে আপিল করে সিবিএফ। কিন্তু ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের আপিল প্রত্যাখ্যান হওয়ায় এখন নেইমারকে ছাড়াই পরের দুটি ম্যাচে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

৮ অক্টোবর চিলি এবং পাঁচ দিন পর ভেনিজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',