Search
Tuesday 17 May 2022
  • :
  • :

নিজামীর আপিল শুনানি হচ্ছে না আজ

নিজামীর আপিল শুনানি হচ্ছে না আজ

ঢাকা: আপিল বিভা‌গের একজন জ্যেষ্ঠ বিচারপ‌তি ছু‌টি‌তে থাকায় মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর আ‌পিল শুনা‌নি হ‌চ্ছে না আজ মঙ্গলবার।

সোমবার বিকালে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, নিজামীর মামলাটি আপিল বিভাগের মঙ্গলবারের কার্যতালিকায় রয়েছে। এর আগে ৯ সেপ্টেম্বর প্রথম দিনের আপিল শুনানি শেষে ৩ নভেম্বর পর্যন্ত মুলতবি করেছিলেন সুপ্রিম কোর্ট।

প্রথম দিন রাষ্ট্রপক্ষে ট্রাইব্যুনালের রায়ের অংশ পাঠ করে শোনান এ্যাট‌র্নি জেনারেল মাহবুবে আলম। পরে নিজামীর পক্ষে ১ নম্বর অভিযোগের ৩ জন সাক্ষীর জবানবন্দি আদালতে পড়ে শোনান এ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন তুহিন।

মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে আনা হত্যা, বুদ্ধিজীবী গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, দেশত্যাগে বাধ্য করা, আটক, নির্যাতনসহ ১৬টি অভিযোগের মধ্যে ৮টি প্রমাণিত হয়। এর চারটি অভিযোগে ২০১৪ সালের ২৯ অক্টোবর তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের পর নিজেকে নির্দোষ দাবি করে ২৩ নভেম্বর মতিউর রহমান নিজামী আপিল করেন।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী একাত্তরে দলটির অঙ্গ সংগঠন ইসলামী ছাত্রসংঘের সভাপতি ছিলেন।
Leave a Reply

Your email address will not be published.