নিউইয়র্ক যাচ্ছেন না ফেরদৌসী রহমান

0

বিনোদন ডেস্ক, ৮ অক্টোবর : নিউইয়র্ক যাচ্ছেন না কণ্ঠশিল্পী ফেরদৌসী রহমান। মরমি গানের কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্বাসউদ্দীন আহমদের ১১৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ২৭ অক্টোবর সেখানে যাওয়ার কথা ছিল তার। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তাকে এ সফর বাতিল করতে হয়েছে।

ফেরদৌসী রহমান বলেন, ‘প্রবাসী বাঙালিরা আব্বাসউদ্দীন আহমদকে এখনও যেভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন, তা আমাকে মুগ্ধ করে। তাদের আমন্ত্রণে পল্লীগীতি সম্রাটের জন্মবার্ষিকীর স্মরণসভায় অংশ নিতে যুক্তরাষ্ট্রে সফরে সম্মতি দিয়েছিলাম।

কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দীর্ঘ পথ পাড়ি দেওয়া এখন আর সম্ভব হচ্ছে না। তিনি দুঃখ প্রকাশ করে আরও বলেন, ‘এক সময় বাংলাদেশ শিল্পকলা একাডেমি আব্বাসউদ্দীন, আবদুল আলীমের মতো বড়মাপের শিল্পীদের জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করত। কিন্তু এখন কী কারণে জানি না শিল্পকলা একাডেমিসহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠন ও প্রচার মাধ্যমগুলো তাদের খুব একটা স্মরণ করে না। বিষয়টা খুবই দুঃখজনক।’

ফেরদৌসী রহমান বর্তমানে আব্বাসউদ্দীনের কালজয়ী গানগুলো নিয়ে একটি সংকলন প্রকাশের উদ্যোগ নিয়েছেন।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',