Search
Wednesday 17 July 2019
  • :
  • :

নারায়ণগঞ্জে ক্রেন ছিড়ে পড়ে ২ শ্রমিক নিহত

নারায়ণগঞ্জে ক্রেন ছিড়ে পড়ে ২ শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ, ১৭ আগস্ট : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসীতে সিটি গ্রুপের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে ক্রেনের চেন ছিড়ে নিচে পড়ে কর্মরত দুই শ্রমিক নিহত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জুয়েল (২৬) ও তুষার (২৭)।

ঘটনাস্থলে যাওয়া রূপগঞ্জ থানার এসআই সাজাউল ইসলাম জানান, সিটি গ্রুপের ৫ তলা ভবন নির্মাণের কাজ চলছিল। ভবনের দ্বিতীয় তলায় ক্রেনে চড়ে কাজ করছিলেন শ্রমিকেরা। বেলা ১১টার দিকে কাজ করার সময় ক্রেনের চেইন ছিড়ে গেলে নিচে পড়ে যায় জুয়েল ও তুষার।

দুইজনকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।