Search
Monday 19 October 2020
  • :
  • :

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ : মৃত্যু বেড়ে ৩২

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ : মৃত্যু বেড়ে ৩২

নারায়ণগঞ্জ, ১৯ সেপ্টেম্বর : নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আজিজ আহমেদ (৪০) নামের আরেকজনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২ জনে।

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, আজ শনিবার সকাল পৌনে ৮টায় আজিজ আহমেদের মৃত্যু হয়েছে।

এ প্রতিবেদককে ডা. সামন্ত লাল সেন বলেন, ‘নারায়ণগঞ্জে মসজিদের আগুনের ঘটনায় দগ্ধ চিকিৎসাধীন আজিজ আহমেদ নামের আরেকজন শনিবার সকাল পৌনে ৮টায় মারা গেছেন।’

ডা. সামন্ত লাল সেন আরো বলেন, ‘আজিজ আহমেদ শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।’

গত ৪ সেপ্টেম্বর শুক্রবার রাত পৌনে ৯টার দিকে পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মসজিদের ভেতরে ৫০ জনের মতো মুসল্লি ছিলেন। তাঁদের মধ্যে ৩৭ জনকে গুরুতর দগ্ধ অবস্থায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এঁদের মধ্যে এ পর্যন্ত ৩২ জন মারা গেলেন।

এ ঘটনায় ফায়ার সার্ভিস, তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন পৃথকভাবে তিনটি তদন্ত কমিটি গঠন করেছিল। এ ঘটনায় তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ফতুল্লা অফিসের আট কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। -এনটিভি অনলাইন