আন্তর্জাতিক ডেস্ক, ১৬ অক্টোবর : নাইজেরিয়ার একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। নিহতের সংখ্যা ৪০ এর উপরে যাবে বলে ধারনা করা হচ্ছে।
প্রথম বিস্ফোরণটি হয় মসজিদের ভেতরে। আর দ্বিতীয়টি হয়েছে বাইরে। বৃহস্পতিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় চালানো এই হামলার দায় এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
উল্লেখ্য, মঙ্গলবার মাইদুগুরিতে তিনটি বোমা বিস্ফোরণে চারজন নিহত হন এবং গত সেপ্টেম্বর মাসে একই শহরে তিনটি বিস্ফোরণে ১ জনেরও বেশি মানুষ নিহত হন।