Search
Thursday 15 April 2021
  • :
  • :

নাইজারে বন্দুকধারীদের গুলিতে নিহত ১৩৭

নাইজারে বন্দুকধারীদের গুলিতে নিহত ১৩৭

আন্তর্জাতিক ডেস্ক, ২৩ মার্চ : আফ্রিকার দেশ নাইজারে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১৩৭ জন নিহত হয়েছে। রোববার উত্তর-পশ্চিম নাইজারের কয়েকটি গ্রামে মোটরবাইকে করে এসে বন্দুকধারীরা এই হামলা চালায় বলে সোমবার সরকার জানিয়েছে।

এই হামলা নাইজারের নতুন প্রেসিডেন্ট মোহামেদ বাজুমের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করবে। রোববারই দেশটির সর্বোচ্চ আদালত প্রেসিডেন্ট হিসেবে তার নির্বাচনটি নিশ্চিত করেছিল।

বিশ্বের অন্যতম গরিব দেশ নাইজারে সাম্প্রতিক সময়ের সহিংসতায় কয়েক শ’ লোক নিহত ও প্রায় ৫০ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে।
রোববারের হামলাটি হয় মালি সীমান্ত-সংলগ্ন তাহুয়া অঞ্চলে। আল-কায়েদা ও আইএসআইএল (আইএসআইএস) সদস্যরা এই অঞ্চলে বেশ সক্রিয়।

সূত্র : আল জাজিরা