স্পোর্টস ডেস্ক, ৪ অক্টোবর : খেলার মাঠ থেকে এবার বড় পর্দায় উঠে এলেন পর্তুগাল স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো। কারণ বর্তমান বিশ্বের নম্বর ওয়ান হিসেবে পরিচিত এই ফুটবলারকে নিয়ে নির্মিত হয়েছে
প্রামাণ্য চলচ্চিত্র ‘রোনালদো’। সামনের নভেম্বরে বিশ্বব্যাপী মুক্তি পাবে এটি।
সমপ্রতি ইউটিউবে প্রামাণ্যচিত্রটির একটি ট্রেলার মুক্তি পেয়েছে। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফুটবল তারকার জীবনের বেশ কিছু স্মরণীয় ঘটনা তুলে ধরা হয়েছে ট্রেলারটিতে। নিক সিলভারম্যানের লেখা এ প্রামাণ্যচিত্রটি পরিচালনা করেছেন তারা পির্নিয়া।
‘রোনালদো’-এর ট্রেলার প্রকাশের পর ইউটিউবে এর দর্শকও কম নয়। ট্রেলার মুক্তির মাত্র তিন দিনে ভিউয়ার্স সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২৭ লাখ। প্রায় ১৪ মাস ধরে দৃশ্য ধারণের পর আসছে ৯ নভেম্বর মুক্তি পাবে এটি।