Search
Thursday 28 January 2021
  • :
  • :

নতুন বছরে হৃতিকের ড্রোন সেলফি

নতুন বছরে হৃতিকের ড্রোন সেলফি

বিনোদন ডেস্ক : একের পর এক চমক দিয়ে যাচ্ছেন হৃতিক রোশন। এবার নতুন বছরে নিজে ড্রোন সেলফি তুলে পোস্ট করে চমকে দিয়েছেন ভক্তদের।

ইনস্টাগ্রামে ড্রোন সেলফি পোস্ট করে হৃতিক লেখেন, ২০২১ সালে প্রবেশ করছি একটা নতুন শিল্প আয়ত্ত করে। এই ড্রোন সেলফিতে পাখির চোখে দেখা যাবে নিজেকে। ছবি উঠবে ‘বার্ডস আই ভিউ’তে।

সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি পোস্ট করেছেন হৃতিক, তাতে দেখা যাচ্ছে, বন্ধুদের সঙ্গে ঘাসে শুয়ে সময় কাটাচ্ছেন তিনি। আর তাদের সেই আড্ডার ছবি তারা বন্দি করছেন ড্রোনের সাহায্যে।

দিন কয়েক আগেই মিকা সিংহের সঙ্গে তার ‘কহো না প্যার হ্যায়’ ছবির একটি গানের ভিডিও ভক্তদের মন মাতিয়েছে। ফের তার নিজের নতুন গুনের খবর দিলেন হৃতিক। ইতিমধ্যেই বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে কথা চালাচ্ছেন হৃতিক। সারা আলি খানের সঙ্গে তার পরবর্তী ছবিটি ২০১৭ সালের তামিল ছবি ‘বিক্রম ভেদা’র রিমেক। খুব শীঘ্রই শুটিং শুরু হওয়ার কথা ছবিটির। সূত্র: আনন্দবাজারের।