বিনোদন ডেস্ক : নির্মাতা সুজয় ঘোষের স্বপ্ন এবার সত্য হলো। পারিবারিক ঘনিষ্ঠতার সূত্র ধরেই ঐশ্বরিয়াকে তিনি ছবি নির্মাণের পরিকল্পনা করলেও গল্প পছন্দ না হওয়ায় বারবার ফিরে আসতে হয়েছে তাকে। তবে এবার আর না নয়! একটির পরিবর্তে একসঙ্গে দুটো চলচ্চিত্রে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছেন এ বলিউড অভিনেত্রী।
প্রথমটি ‘দুর্গা রানী সিংহ’ এবং দ্বিতীয়টি জাপানি উপন্যাস অবলম্বনে ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট’। তবে কোন ছবিটির কাজ প্রথম শুরু হবে তা এখনও ঠিক হয়নি। সেটা নিয়ে আলোচনা চলছে। ঐশ্বরিয়া জানান, সুজয় যখন ‘ঝঙ্কার বিটস’ করেছিল, তখন থেকেই ওকে আমি চিনি। সে সময় থেকেই নানা রকম ছবির প্রস্তাব দিয়েই চলছে ও।
তবে এখন যে দুটি ছবির কথা বলল, দুটি ছবির গল্পই চমৎকার। তাই হ্যাঁ বলতেই হলো। ঐশ্বরিয়া বর্তমানে ব্যস্ত রয়েছেন করন জোহরের ‘অ্যা দিল হ্যায় মুশকিল’ ছবির কাজ নিয়ে। ইতালির ভেনিসে চলছে ছবির বর্তমান দৃশ্যায়ন। তাই এ ছবির কাজ শেষেই শুরু হতে পারে সুজয়ের নতুন ছবির কাজ।