শেয়ারবাজার ডেস্ক : ২০১৫ হিসাব বছরের জন্য মোট ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও বাকি ১০ শতাংশ লভ্যাংশ দেয়া হবে বোনাস শেয়ার আকারে। অবশ্য কোম্পানির উদ্যোক্তা-পরিচালকরা নগদ লভ্যাংশ পাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে জাহিনটেক্স ৭ কোটি ৫৭ লাখ ৮০ হাজার টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ২১ পয়সা। ৩০ জুন এর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৩ পয়সা।
আগামী ২৮ ডিসেম্বর এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর।
২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয় কোম্পানিটি। তখন এর ইপিএস ছিল ৮২ পয়সা।
২০১১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন ১২০ কোটি ও পরিশোধিত মূলধন ৬২ কোটি ৬২ লাখ টাকা।