নওগাঁ, ২২ সেপ্টেম্বর : নওগাঁর নিয়ামতপুরে এক কলেজছাত্রীর গলাকাটা লাশ নিজের শয়নকক্ষ থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাজিরনগর গ্রামের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তানিয়া খাতুন (১৬) নামের এই কলেজছাত্রী ওই গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে। সে এলাকার বামইন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল। নিহতের মা নুরেছা বেগম জানান, তিনি পাশের একটি দোকান থেকে কাপড় নিয়ে ঘরে বসে সেলাইয়ের কাজ করেন।
প্রতিদিনের মতো সোমবারও কাপড় নেওয়ার জন্য পাশের দোকানে যান। যাওয়ার আগে বাড়ির সীমানা ফটকে তালা লাগিয়ে যান। এসে তালা খুললেও দরজা খুলতে পারছিলেন না। তখন প্রতিবেশীদের সহযোগিতায় প্রাচীর টপকে ভেতরে ঢোকেন। ঘরে গিয়ে দেখতে পান তানিয়া রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে।
এ বিষয়ে নিয়ামতপুর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল ইসলাম জানান, কে বা কারা তানিয়াকে ঘাড়ের পেছন দিকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ঘরে ফেলে রেখে গেছে।
পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে এবং খুনিদের শনাক্ত করার চেষ্টা করছে।