বিনোদন ডেস্ক, ১১ অক্টোবর : এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘দলছুট প্রজাপতি’। ফারিয়া হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আরিফ খান। অভিনয় করেছেন তৌকির আহমেদ, রওনক হাসান, কল্যাণ, নিলয়, বন্যা মির্জা, মৌসুমী নাগ, নওশীন, বাঁধন, স্বাগতা, রাইসুল ইসলাম আসাদ, পারভিন সুলতানা দিতি, ডলি জহুর, লায়লা হাসান, চিত্রলেখা গুহ, কেএস ফিরোজ, ফারজানা তিথি, সমাপ্তি ওয়াদুদ, আশিক চৌধুরী প্রমুখ।
সত্ মানুষ হিসেবে সুনাম ছিল মোবারক সাহেবের। সাধারণ সরকারি চাকরি করতেন। সংসারে জৌলুস কখনও ছিল না। কিন্তু স্ত্রী আয়শা, বড় ছেলে রশিদ, তার স্ত্রী শারমীন, বড় মেয়ে রুমা, মেজ মেয়ে ঝুমা এবং ছোট মেয়ে সোমাকে নিয়ে তার সুন্দর সংসার ছিল।
মোবারক সাহেব মারা যাওয়ার পর বড় ছেলের ওপর সংসারের দায়িত্ব পড়ে। সে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করে। তিন মেয়ে দেখতে খুবই সুন্দরী, কিন্তু সংসারে বাড়তি অর্থ না থাকায় তাদের বিয়েও যেন সহজে হচ্ছে না। বড় মেয়ে রুমা চুপচুপ স্বভাবের। ছোট দু’জন একটু চঞ্চল স্বভাবের, ভালোবাসার মানুষের সাথে ভবিষ্যত্ জীবনের স্বপ্ন দেখতে ব্যস্ত তারা।