দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ নারী দল

0

স্পোর্টস ডেস্ক, ১ অক্টোবর : সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৩৪ রানে হেরেছে বাংলাদেশ নারী দল। এ জয়ের ফলে টি-টোয়েন্টি সিরিজ ২-০ তে জিতে নিলো পাকিস্তান। পাকিস্তানের নারী দলের দেয়া ১১৫ রানের টার্গেটে খেলতে নেমে ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে মাত্র ৮০ রান করতে সক্ষম হয়।

বৃহস্পতিবার করাচির সাউথ এন্ড ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১১৪ রান করে পাকিস্তান নারী দল।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেন বিসমাহ মারুফ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান আসে মারিনা ইকবালের ব্যাট থেকে। এ ছাড়া আলিয়া রিয়াজ ২০ রান করেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা আক্তার ২৭ রানের বিনিময়ে ২ উইকেট নেন। এ ছাড়া সালমা খাতুন ও লতা মন্ডলের ঝুলিতে জমা পড়ে একটি করে উইকেট।

উল্লেখ্য, সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২৯ রানে হেরে যায় বাংলাদেশ নারী দল। ফলে আজ জিতে ১-১ সমতায় সিরিজ শেষ করার সুযোগ সফরকারীদের।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',