Search
Monday 6 July 2020
  • :
  • :

দৈনিক বজ্রশক্তির ষষ্ঠ বর্ষে পদার্পণ

দৈনিক বজ্রশক্তির ষষ্ঠ বর্ষে পদার্পণ

ঢাকা, ১৮ ডিসেম্বর : দৈনিক বজ্রশক্তির ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে আজ মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকাল ৩টায় রাজধানীর শিশু একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

“সভ্য জাতি বিনির্মাণে সংস্কৃতি’’ শীর্ষক এই অনুষ্ঠানে সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বজ্রশক্তির সম্পাদকমণ্ডলীর সভাপতি জনাব হোসাইন মোহাম্মদ সেলিম। প্রধান অতিথির প্যানেলে ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ ও বিশিষ্ট অভিনেতা সাবেক অধ্যাপক ড. ইনামুল হক।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট অভিনেতা নাদের চৌধুরী; চলচ্চিত্রাভিনেতা আফজাল শরীফ; সিনিয়র সাংবাদিক বরুণ ভৌমিক নয়ন; বাংলাদেশ অনলাইন টেলিভিশন এসোসিয়েশনের সভাপতি, জেটিভি লিমিটেডের চেয়ারম্যান মো. মশিউর রহমান; দৈনিক বজ্রশক্তির সম্পাদক এস এম সামসুল হুদা; দৈনিক বজ্রশক্তির সম্পাদক রুফায়দাহ পন্নী প্রমুখ।