ঢাকা, ১৮ অক্টোবর : তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন এ্যান্ড ডেভেলপমেন্টের (জিএফএমডি) ৮ম সম্মেলন শেষে দেশে ফিরেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির নেতৃত্বাধীন প্রতিনিধি দল।
রবিবার ভোর ৫টার দিকে তুর্কীর একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
গত ১৪-১৬ অক্টোবর অভিবাসী বিষয়ে আন্তর্জাতিক এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্বের প্রায় সব দেশের মন্ত্রী ও অভিবাসী সংক্রান্ত সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তারা এতে অংশ নেন।
এ উপলক্ষে গত ১৩ অক্টোবর ঢাকা ছাড়েন প্রবাসী কল্যাণমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দল। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শহীদুল হক, বিএমইটি’র মহাপরিচালক বেগম শামছুন নাহার, মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (কল্যাণ ও মিশন) মোহাম্মদ আজহারুল হক ও মন্ত্রীর একান্ত সচিব মোহসিন চৌধুরীসহ প্রবাসী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতারা মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন।