স্পোর্টস ডেস্ক, ৩০ সেপ্টেম্বর : ব্যর্থ ভারত সফর শেষে বুধবার দেশে ফিরেছে বাংলাদেশ ‘এ’ দল। সফরে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতাকেই বড় করে দেখছেন অধিনায়ক মুমিনুল হক। লঙ্গার ভার্সনে ভালো করতে ঘরোয়া ক্রিকেটের ওপর জোর দিতে হবে বলে মনে করছেন ম্যানেজার ফারুক আহমেদ।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুটি তিনদিনের ম্যাচ। প্রতিবেশীদের বিপক্ষে একটি ওয়ানডেতে জয় ছাড়া আর কোনো সাফল্য ধরা দেয়নি বাংলাদেশ ‘এ’ দলের ঝুলিতে। চোখে পড়ার মত ছিল টপ অর্ডারের ধারাবাহিক ব্যর্থতা।
নতুন কিছু জানা গেল না ম্যানেজারের কাছ থেকেও লঙ্গার ভার্সনে ভাল করতে ঘরোয়া ক্রিকেটের জোর দেয়ার পুরনো তত্ত্বটিই আবার সামনে আনলেন ফারুক আহমেদ।
অক্টোবরেই সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে যাবার কথা রয়েছে বাংলাদেশ ‘এ’ দলের।