ঢাকা, ১০ অক্টোবর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার নতুন করে ষড়যন্ত্র করছেন বেগম খালেদা জিয়া।
শনিবার সকালে গণভবনে রংপুর, বরিশালসহ পাঁচ জেলার আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জ্বালাও-পোড়াও করে সরকারের উৎখাতে ব্যর্থ হয়ে বেগম জিয়া এখন বিদেশে বসে ষড়যন্ত্র করছেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করে বলেন, বিদেশি হত্যা করে বেগম জিয়া দেশের ভাবমূর্তি নষ্ট করতে চাইছেন।
এ সময় বিএনপি জামায়াত দেশকে নিয়ে বিএনপি জামায়াত যে ষড়যন্ত্র করছে তা রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।