সাভার : সাভারে দেবরের লাঠির আঘাতে ভাবির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। জমি সংক্রান্ত বিরোধে জের ধরে বুধবার দুপুরে সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ওই গৃহবধূর নাম সালমা আক্তার। তিনি জয়নাবাড়ি এলাকার একলাছ মিয়ার স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকার একলাছ মিয়া ও তার স্ত্রী সালমা আক্তারের সঙ্গে মঙ্গলবার জমি সংক্রান্ত বিষয় নিয়ে ছোট ভাই ছরওয়ারের প্রচণ্ড ঝগড়া হয়।
এরই জের ধরে দেবর ছরওয়ার দুপুরে কোনো কিছু বুঝে ওঠার আগেই লাঠি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে ভাবিকে গুরুত্বর অহত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে দেবর ছারওয়ার।
এদিকে, সাভারের নগরকোন্ডা এলাকার একটি বাড়ির ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় মিতা আক্তার নামের এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ছাড়া এই ঘটনায় সাভার মডেল থানায় পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।