স্পোর্টস ডেস্ক, ৮ ফেব্রুয়ারি : রাওয়ালপিন্ডিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে পাকিস্তান। আজ সোমবার দ্বিতীয় ও শেষ টেস্টের ৫ম ও শেষ দিনে পাকিস্তান ৯৫ রানে জিতেছে। আর এর মাধ্যমে তারা সিরিজ জিতে নিয়েছে ২-০-এ। শাহিন শাহ আফ্রিদি আর হাসান আলীর তোপের মুখে দক্ষিণ আফ্রিকা আজ তাদের দ্বিতীয় ইনিংসে ২৭৪ রানে অল আউট হয়ে গেছে। আফ্রিদি উইকেট পেয়েছেন ৫টি, হাসান আলী ৪টি।
পাকিস্তান দুই ইনিংসে করেছিল যথাক্রমে ২৭২ ও ২৯৮ রান। আর দক্ষিণ আফ্রিকা করে ২০১ ও ২৭৪ রান।