ঢাকা, ২৮ অক্টোবর : আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দুই বিদেশিকে হত্যার নির্দেশ লন্ডন থেকে এসেছে। তিনি দাবি করেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে জেল হত্যা দিবস উপলক্ষে ২ নভেম্বরের সমাবেশ সফল করার লক্ষ্যে স্বেচ্ছাসেবক লীগের এক প্রস্তুতি সভায় হানিফ এসব কথা বলেন।
হানিফ বলেন, খালেদা জিয়া লন্ডনে যাওয়ার সময় সচেতন মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছিল তিনি কোন ষড়যন্ত্র করতে যাচ্ছেন। এখন সেই ষড়যন্ত্র সত্য বলে প্রমাণিত হয়েছে।
তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট দেশকে অস্থিতিশীল করে ক্ষমতায় যাওয়ার জন্য এগুলো করছে।
আওয়ামী লীগের এ নেতা হানিফ বলেন, বাংলাদেশে কোনো আইএস ও জঙ্গি নেই। এখানে আছে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও মানুষ হত্যা। জেএমবি, হরকাতুল জিহাদ এগুলো তাদেরই সৃষ্টি।