স্পোর্টস ডেস্ক : দিল্লি গলফ কোর্সে যৌথভাবে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান। প্যানাসনিক ওপেন গলফে শিরোপার খুব কাছে গিয়েও হেরে গেছেন তিনি।
রবিবার শীর্ষে থেকে শিরোপা জিতেন ভারতের চিরাগ কুমার। দুই শট কম খেলে শিরোপা নিশ্চিত করেছেন ভারতের এই উঠতি তারকা।
২০১৩ সালে প্যানাসনিক ওপেন গলফে শিরোপা জিতেছিলেন সিদ্দিক। শেষ দিন দারুণ সম্ভাবনাও জাগিয়েছিলেন। নবম হোল পর্যন্ত সিদ্দিক আর চিরাগের শট ছিল সমান। ১১ ও ১৩ হোলে দুইটি বার্ডি করে এগিয়ে গেছেন চিরাগ। ১৫ নম্বর হোলে সিদ্দিক বার্ডি করে ব্যবধান কমালেও ১৭ নম্বর হোলে এক শট বেশি খেলে আবার পিছিয়ে পড়েছেন সিদ্দিকুর।
শেষ পর্যন্ত সে ব্যবধান কমাতে ব্যর্থ হয়েছে সিদ্দিক। চূড়ান্ত সিটে চিরাগ কুমার মোট শট খেলেছেন ৬৭+৬৬+৭২+৭০= (-১৩) ২৭৫। থাইল্যান্ডের থওর্ন উইরাচান্ট খেলেছেন ৬৮+৭২+৬৯+৬৯=(-১০) ২৭৮। সিদ্দিকুর খেলেছেন ৬৮+৭০+৬৮+৭২= (-১০) ২৭৮।
চার লাখ মার্কিন ডলার প্রাইজমানির প্রতিযোগিতার শেষ রাউন্ডে বাংলাদেশের আরেক গলফার জামাল যৌথভাবে ২৩তম হয়েছেন।