Search
Saturday 23 March 2019
  • :
  • :

দাবাংয়ের সিক্যুয়েল নিয়ে ফিরছেন সালমান

দাবাংয়ের সিক্যুয়েল নিয়ে ফিরছেন সালমান

বিনোদন ডেস্ক : ফিরছেন চুলবুল পাণ্ডে। ফিরছেন সালমান খান। পুলিশ পেশাটিকে বলিউডের পর্দায় একেবারে অন্যরকমভাবে নিয়ে এসেছিলেন সালমান। এবার সেই পথেই হাঁটতে চলেছেন ‘ভাইজান’। বড় পর্দায় আসছে দাবাং ৩।

ছবিটির শুটিং শুরু হচ্ছে এপ্রিল মাস থেকেই। এই বিষয়ে ছবির প্রযোজক আরবাজ খান বলেন, দাবাং ৩ ছবিটি ফ্লোরে আসছে খুব তাড়াতাড়ি। ছবিতে সালমান খান তো থাকছেনই। সঙ্গে থাকছে আরো একটি চমক। আর তা হলো এ ছবির পরিচালক প্রভু দেবা।

প্রায় ১০ বছর পর ফের সালমান-প্রভু দেবা জুটির চমক দেখার জন্য দর্শকদের যে উৎসাহ থাকবেই, এ নিয়ে কোনও সন্দেহ নেই। ২০০৯ সালে সলমন ও প্রভু দেবা কাজ করেছিলেন ‘ওয়ান্টেড’ ছবিতে। সেই ছবিও বক্স অফিসে সাফল্য পায়।

তবে খাকি উর্দি পরে ফ্লোরে নামার আগে সলমনের হাতে রয়েছে আলি আব্বাস জাফরের ছবি ‘ভরত’। ৫০ ও ৬০ দশকের দিল্লিকে স্টুডিয়োতে পুর্ননির্মাণ করা হচ্ছে।

২০১০ সালে ‘দাবাং’-এর প্রথম ছবিটি পরিচালনা করেছিলেন অভিনব কাশ্যপ। জাতীয় পুরস্কারও পেয়েছিল ছবিটি। সবচেয়ে জনপ্রিয় ছবির বিভাগে ছবিটি সম্মানিত হয়।

‘দাবাং ৩’ ছবিটি নয়ডার এক পুলিশ অফিসারের জীবনের গল্প নিয়েই তৈরি হচ্ছে, এমনটা রটলেও তা নিয়ে আরবাজ খান এখনই কিছু স্পষ্ট করেননি। তবে সলমন-প্রভু দেবা জুটির কামব্যাক ছবি নিয়ে উৎসাহ বাড়ছেই। ছবিতে সালমান ছাড়াও রয়েছেন সোনাক্ষী সিংহ, মাহি গিল, টিনু আনন্দ।