Search
Monday 10 August 2020
  • :
  • :

দক্ষিণ আফ্রিকায় একদিনে রেকর্ড মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় একদিনে রেকর্ড মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, ২৩ জুলাই : আফ্রিকা মহাদেশের মধ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ভয়াবহ অবস্থা দক্ষিণ আফ্রিকার। সবশেষ চব্বিশ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মৃত্যু দেখেছে দেশটি।

দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার পর্যন্ত একদিনে করোনাভারাসে ৫৭২ জনের মৃত্যু হয়েছে। অতি ছোঁয়াচে এই ভাইরাসে একদিনে এত বেশি মৃত্যু আর দেখেনি আফ্রিকার সবচেয়ে উন্নত দেশটি।

তাতে করোনায় মোট দক্ষিণ আফ্রিকায় মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৯৪০ জনে দাঁড়িয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রী জেওয়েলি মাখজি।

সবশেষ চব্বিশ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যাও বেড়েছে দক্ষিণ আফ্রিকায়। সরকারি হিসেবে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখের কাছাকাছিতে গিয়ে পৌঁছেছে। আক্রান্তের বৈশ্বিক তালিকায় দেশটির অবস্থান এখন শীর্ষ পাঁচে।

পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ ওয়েস্টার্ন ক্যাপ প্রদেশে। মোট মৃত্যুর প্রায় অর্ধেকই সেখানকার। আর আক্রান্তের এপিসেন্টারে পরিণত হয়েছে দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক কেন্দ্রভূমি হিসেবে বিবেচিত গুটেং এলাকা।

সরকারি হিসেবে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকায় করোনায় মৃত্যুর হার ১.৫ শতাংশ। আর ৬০ শতাংশ মানুষই সুস্থ হয়ে উঠেছে।