স্পোর্টস ডেস্ক, ১০ সেপ্টেম্বর : শেষ হলো বাংলাদেশ ফুটবলে ডাচ কোচের অধ্যায়। তিক্ততার স্বাদ নিয়েই বিদায় নিলেন লোডভিক ডি ক্রুইফ। নতুন কোচ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন ইটালির এস এ রোমার তরুণদের একটি দলের কোচ ফ্যাবিও লোপেজ। সঙ্গে আসবেন তার তিন সহকারী।
অস্ট্রেলিয়া আর জর্ডানের বিপক্ষে হারের পরই চূড়ান্ত হয়ে যায় ক্রুইফের বিদায়। দিনভর নাটকীয়তার পর শেষ পর্যন্ত দু’ পক্ষের সমঝোতার ভিত্তিতেই বিদায় নেন লোডভিক ডি ক্রুইফ।
রাজধানীর একটি হোটেলে বাফুফের সহসভাপতি তাবিথ আওয়ালের সঙ্গে বিদায়ী নৈশভোজে অংশ নিয়ে নিজের বিদায়ের কথা জানান ডাচম্যান।
ক্রুইফ বলেন, আমাদের মধ্যে আগের মত আন্তরিকতা আর নেই। এখানে যে সময়টা ভালো কাটিয়েছি তাও আমি বলবো না। নিজেদের মধ্যে তিক্ততা নিয়ে কাজ করাটা কখনও সহজ নয়। আমি নিজেও সিদ্ধান্ত নিয়েছি সরে দাঁড়ানোর। আর আমি এও জানি আমার পরিবর্তে তারা আরেকজনকে ইতিমধ্যেই দায়িত্ব দিয়েছে।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের ডাচ ফুটবলের প্রীতিতেই ২০১৩ সালের জানুয়ারীতে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ ফুটবল দলের দায়িত্ব পান ক্রুইফ। ডাচম্যানের পর বাংলাদেশ ফুটবল দলের দায়িত্ব পাচ্ছেন এক ইটালিয়ান।