বেনাপোল : যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ইতালিয়ান নাগরিক তাভেলা সিজার হত্যায় জড়িত সন্দেহে বিএনপি নেতা প্রাক্তন কমিশনার এম এ কাইয়ুমের ছোট ভাই এম এ মতিনকে আটক করা হয়েছে।
বুধবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথ অভিযান চালিয়ে আটক করে।
পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বেনাপোল সীমান্ত এলাকা থেকে এম এ মতিনকে পোর্ট থানা ও ডিবি পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে আটক করে।বর্তমানে মতিন ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন। এছাড়াও সীমান্ত এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
এরআগে সিজার হত্যার ঘটনায় আরো ৪ জনকে আটক করে ডিবি পুলিশ। এদের মধ্যে ভাগ্নে রাসেলকে জিজ্ঞাসাবাদ শেষে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মতিনকে আটক করা হয়।
ডিএমপি মিডিয়া সেন্টারের উপ পুলিশ কমিশনার মুনতাসিরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।